করোনামুক্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ বছরs পূর্বে
করোনা সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ সোমবার দেশটির সিনেটর ফয়সাল জাভেদ খান প্রথমে টুইট করে এই তথ্য জানান। পরে ইমরান খানের অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, সিনেটর ফয়সাল জাভেদ টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। রুটিন কাজে ফিরেছেন।
ইমরান খানের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার তাঁর মাস্ক পরা একটি ছবি আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, ‘কোভিড থেকে সুস্থ হয়ে দাপ্তরিক কাজে ফিরেছি।’


